ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তায় পটুয়াখালী র‌্যাব- ৮

ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তায় পটুয়াখালী র‌্যাব- ৮
রিপন কুমার দাস,পটুয়াখালীঃ- আসন্ন ঈদুল আযহা্ উপলক্ষ্যে প্রিয়জনদের টানে ঘরে ফেরা মানুষদের বিশেষ নিরাপত্তা দিতে জেলায় সক্রীয় রয়েছে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। ঘরমুখো মানুষ যাতে কোন অস্থিতিকর পরিবেশের মুখোমুখি না হয় তাই লঞ্চঘাট, বাসষ্ট্যান্ডসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারী জোরদার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, ঈদ, কুরবানী এলেই একশ্রেনীর অপরাধীরা সক্রিয় হয়ে উঠে এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত হয়।বিগত দিনগুলোতে দেখা গেছে এসব অপরাধীদের হাতে দুর দুরান্ত থেকে আগত সাধারন মানুষ লুটপাট ছিনতাই সহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তাই এ বছর আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে আইন শৃংঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পটুয়াখালীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। ঈদুল আযহা্ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী চোখে পড়ার মত। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট বাস টারমিনাল সড়ক মহাসড়ক সহ গুরুত্বপূর্ন স্থানগুলোতে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সাদা পোশাকধারী ও টহল দলের তৎপরতা দেখাগেছে। গুরুত্বপূর্ন এসব স্থানগুলোতে বসানো হয়েছে র‌্যাবের চেকপোষ্ট। চেকপোষ্টগুলোতে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি।র‌্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্প নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। লঞ্চ ঘাট, বাস ষ্টেশন, সড়ক মহাসড়ক সহ গুরুত্বপূর্ন স্থান গুলোতে র‌্যাবের চেকপোষ্ট সহ সাদা পোশাকে কড়া নজরদারী ও টহল দলের তৎপরতা জোরদার করা হয়েছে।